Important links
ISU Links
Quick Contact
- info@isu.ac.bd
- 01313037070
- 01313037071
- 01313037078
- 01313400600
- +8809613100100
- 69 Mohakhali C/A, Dhaka-1212
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) ও বেসরকারি টেলিভিশন, রেডিও এর নিউজ প্রেজেন্টারদের একমাত্র সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ (NBA) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ ও NBA প্রেসিডেন্ট মুমতাহিনা হাসনাত রিতু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আজ শনিবার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এই চুক্তির মাধ্যমে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ (NBA) এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ISU তে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (ISU) মহাখালী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে NBA সাধারণ সম্পাদক জাবেদ কারদার এবং ISU এর মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে আহমেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।