Important links
ISU Links
Quick Contact
- info@isu.ac.bd
- 01313037070
- 01313037071
- 01313037078
- 01313400600
- +8809613100100
- 69 Mohakhali C/A, Dhaka-1212
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আই এস ইউ ) তে সম্পন্ন হয়েছে শিক্ষকদের দুই দিনব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালা । “Training Workshop on Quality Assurance, OBE Curriculum & Accreditation” শিরোনামে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আই এস ইউ ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, আধুনিক, সময়োপযোগী ও ইন্ডাস্ট্রির চাহিদা মোতাবেক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে । বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর ওবিই এর আলোকে পাঠ্যক্রম প্রণয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে IQAC এর যথার্থ নেতৃত্বে ISU কাজ করে যাচ্ছে । আইকিউএসির পরিচালক কে. আহমেদ আলম বলেন, ISU এর ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় IQAC শিক্ষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক কে. আহমেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (ISU), মোঃ লুৎফর রহমান,আই কিউ এ সি অতিরিক্ত পরিচালক মনিরুল হাসান মাসুম,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা । রিসোর্স পারসন হিসেবে কে আহমেদ আলম, মোঃ লুৎফর রহমান, মনিরুল হাসান মাসুম কর্মশালা পরিচালনা করেন।