Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

গার্মেন্টস ও ফ্যাশন শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখি

...

অনেকেই হয়তো উচ্চশিক্ষার জন্য মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা ব্যাংকিংয়ের মতো প্রচলিত পথে হাঁটে, কিন্তু আমি বেছে নিয়েছি একটু ভিন্ন একটি পথ—অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আমার স্বপ্ন গার্মেন্টস ও ফ্যাশন শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করা। এ স্বপ্নকে বাস্তব রূপ দিতে আমি ভর্তি হয়েছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ)। দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা ও পরিচালনা করছে এবং তা-ই আমাকে আশ্বস্ত করেছে যে আমি সঠিক জায়গায় পা রেখেছি।

আমি সবসময় এমন একটা ক্যারিয়ার চেয়েছি যেখানে সৃজনশীলতা, বাস্তব অভিজ্ঞতা, আর আন্তর্জাতিক সুযোগ—সবকিছুর সমন্বয় থাকবে। তৈরি পোশাক খাত শুধু দেশের প্রধান রফতানি খাতই নয়, বরং এখানে একজন পেশাজীবী হিসেবে অবদান রাখার বিশাল সুযোগও রয়েছে। আমি সেই সুযোগটাই কাজে লাগাতে চাই। আইএসইউতে ভর্তি হওয়ার অন্যতম কারণ হলো এর আধুনিক অবকাঠামো, অভিজ্ঞ ও ইন্ডাস্ট্রি-লিংকড শিক্ষকরা এবং হাতেকলমে শেখার পরিবেশ। আমাদের শিক্ষা ক্লাসরুমে সীমাবদ্ধ নয়—আমরা আধুনিক ল্যাবে কাজ করি, নিয়মিত ইন্ডাস্ট্রি ভিজিটে যাই, আর ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাই। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস সেন্টার আমাদের জন্য সেমিনার, ওয়ার্কশপ, ক্যারিয়ার গাইডেন্সের আয়োজন করে। এসব আয়োজন আমাকে পেশাগত দিক থেকে আগেভাগেই তৈরি করে তুলছে। এছাড়া আইএসইউ আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বে কাজ করছে, যা আমার স্বপ্নকে আরো বিস্তৃত করছে। বিশ্বাস করি, এ যাত্রা একদিন আমাকে নিয়ে যাবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একজন সফল মার্চেন্ডাইজার হিসেবে। শুধু নিজের ভবিষ্যৎ গড়া নয়—আমি চাই বাংলাদেশের গার্মেন্টস শিল্পেও ইতিবাচক অবদান রাখতে। স্বপ্ন, সাহস আর সঠিক দিকনির্দেশনা—এ তিনটি হাতিয়ার নিয়েই আমি এগিয়ে চলেছি আমার কাঙ্ক্ষিত গন্তব্যের পথে।


বনিক বার্তা